ধর্মনরসিংদী সদরনরসিংদীর খবর
মিজানুর রহমান আজহারির ওয়াজ বন্ধের দাবিতে নরসিংদীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল বন্ধ তার গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ নরসিংদী জেলা শাখা এ মানববন্ধন এর আয়োজন করে। সংগঠনের নেতাকর্মীরা মানব বন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মিজানুর রহমান আজহারিকে ইসলামের শত্রু আখ্যা দিয়ে বলেন, তিনি ওয়াজ মাহফিলের ছদ্মবেশে জঙ্গিবাদী, উগ্রবাদী কুফরি মতবাদ ছড়াচ্ছেন এবং শানে রেসালাদে অবমাননা করে ঈমানের মূলে আঘাত করে যাচ্ছে। তারা নরসিংদী সদরে আয়োজিত (১৮ ডিসেম্বর) কুফরি সভা বন্ধের পাশাপাশি মিজানুর রহমান আজহারিকে গ্রেপ্তার ও তার শাস্তির দাবি করেন।