বিনা প্রতিদ্বন্ধিতায় নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার ২০১৯-২০২৩ কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত
নিজস্ব সংবাদদাতা: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার ২০১৯-২০২৩ এর কার্যনির্বাহী পরিষদ। নির্ধারিত পদ সমুহে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় প্রার্থী গনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেছেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী পরিষদ নির্বাচন কমিশনার নরসিংদী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম। নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে নরসিংদীর মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, সহ সভাপতি মাধবদী মেয়র মোশারফ হোসেন মানিক, সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুঞা, সহ সভাপতি মোস্তফা মিয়া, সাধারন সম্পাদক পদে শাহিনুল ইসলাম ভুঞা , অতিরিক্ত সাধারন সম্পাদক মোহাম্মদ সফিকুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক রঞ্জন কুমার সাহা, যুগ্ন সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন ভুঞা, কোষাধ্যাক্ষ মোঃ আবদুল খালেক সিদ্দিকী । নির্বাহী সদস্য পদে সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন, মোঃ হাবিবুর রহমান, হাবিব, সুলতান উদ্দিন আহমেদ, মোঃ জুলহাস মিয়া, মোঃ শরিফুল ইসলাম খন্দকার, মোঃ শফিকুল ইসলাম রনি, মোঃ জহিরুল ইসলাম, সফিকুল ইসলাম রানা, সফিকুল রাজিব, এম এ হালিম, মিনহাজ মিয়া, মোঃ জামাল উদ্দিন, মোঃ জিয়াউর রহমান, নাজির, আল মোজাহিদ হোসেন তুষার, মোঃ আতিকুল হোসেন মিলন। সংরক্ষিত মহিলা সদস্যরা হলেন রাকিবা আক্তার, তাসলিমা আক্তার । উল্লেখ্য জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা পদাধিকার বলে যারা কার্যনির্বাহী পরিষদে রয়েছেন তারা হলেন সভাপতি পদে জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট নরসিংদী , সহ সভাপতি পদে পুলিশ সুপার,নরসিংদী ও সহ সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেলা প্রশাসক কর্তৃক মনোনীত ও জেলা ক্রীড়া অফিসার,নরসিংদী। নির্বাচিত হবার পর কার্য নির্বাহী পরিষদের সদসস্যরা নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক ফুলেল শুভেচ্ছা অনুষ্টানের প্রারম্ভে জাতির পিতা সহ জাতীয় চার নেতা , মহান মুক্তিযুদ্ধে আত্বদানকারী সকল বীর মুক্তিযোদ্ধা এবং ১৫ আগস্ট ১৯৭৫ এ বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি বিনম শ্রদ্ধা ও কৃতজ্ঞা প্রদর্শন করে দাড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।